OrdinaryITPostAd

শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময় এবং শীতকালীন সবজির তালিকা

সবজি প্রতিদিনের খাদ্য তালিকার একটি প্রধান অংশ। আর শীতকালে বিভিন্ন রকমের সবজি বেশি পাওয়া যায়। তাই শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময় এবং শীতকালীন সবজির তালিকা সহ সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আজকের এই আর্টিকেলটির মাধ্যমে।
শীতকালীন-সবজি

শীতকাল বিভিন্ন সবজি চাষের জন্য একটি উপযুক্ত সময়। কিন্তু অনেকেই সঠিক সময় সবজির বীজ কোন সময় বপন করতে হবে তা জানে না। তাই শীতকালে সবজি চাষে উপযুক্ত সময় এবং শীতকালীন তালিকা আরোও বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি পড়ুন। 

শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময় 

শীতকালে এ সবজি চাষের জন্য আগে থেকে সময় নির্ধারণ করতে হয়। সেই সময় অনুযায়ী চলতে চাষ করতে হয় শীতকাল আসার আগে। এতে করে কৃষক গনকালীন সবজি চাষ করে শীতকালে লাভবান হয়। শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়। সেই সবজি চাষ করার কিছু সময় আছে। 

 শীতকালীন সবজি চাষ করার উপযুক্ত সময় হল, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এবং বাংলায় আশ্বিন ও কার্তিক মাস এই মাসের শীতকালীন সবজি চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। তবে কিছু কিছু জায়গায়  মাটির উর্বর ক্ষমতার জন্য ফলন তেমন ভালো হয় না। 

শীতকালে যেসব সবজি চাষ করা হয় সেই সবজিগুলো বেশি সুস্বাদু হয়। তবে সেই সবজিগুলো অন্যান্য সময় চাষ করা যায় কিন্তু সেই সবজি গুলো  শীতকালীন সবজির মত সুস্বাদু হয় না। তাই শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময় শীতকালে। শীতকালে সবজিগুলো অধিক পুষ্টিকর , সুস্বাদু , এবং ফলন সবগুলোই ভালো হয়।

সবজি চাষের জন্য উপযুক্ত মাটি তৈরি

শীতকালীন সবজি চাষের জন্য উপযুক্ত মাটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। সবজির জন্য উচু জমি বেশি ভালো কারণ উঁচু জমিতে সবজি চাষ করলে সেখানে পানি জমার সুযোগ থাকে না। আর পানি জমলেও তাড়াতাড়ি নেমে যায়। উঁচু জমির আরো উপকারিতা রয়েছে,  উঁচু জমিতে আলো বাতাস পানি পরিমাণ মতো পাওয়া যায়। এজন্য উচু জমিতে সবজি চাষ করলে ভালো ফলন পাওয়া যায়।
 
সবজি চাষের জন্য বীজতলা ১ মিটার চওড়া ৩ মিটার লম্বা হতে হবে। জমির দৈর্ঘ্যের উপর নির্ভর করে চওড়া ও লম্বা বাড়ানো কমানো যেতে পারে। বীজতলার মাটি  বেলে-দোআশ , দোআশ এবং উর্বর হতে হবে। তবে পাশাপাশি দুটি বীজ তলার মাঝে ৬০ সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে। 
বীজ বপনের আগে বীত তলার মাটিতে গোবর কম্পোস্ট সার দিতে হবে এবং বীজতলার মাটি ২০ থেকে ২৫ সেন্টিমিটার গভীর করে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। বীজতলার মাটি ১০থেকে ১৫সেন্টিমিটার উঁচু করতে হয়। মাটি বেশি উর্বর হলে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই।

তবে বীজ তলার মাটি কম উর্বর হলে তাতে ১০০ গ্রাম টিএসপি সার মেশাতে হবে। এবং মাটি খুব ভালো করে রোগ জীবাণু মুক্ত করতে হবে। বীজতলা মাটিতে যাতে ব্যাকটেরিয়া না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং ভালো করে মাটি তৈরি করতে হবে।

সবজি চাষের জন্য বীজ তৈরি

সকল ফসলের জন্য বীজ প্রয়োজন ঠিক তেমনি সবজি চাষের জন্য বীজ দরকার। ভালো ফলন পাওয়ার জন্য ভালো মানের বীজ  দরকার বীজ যত ভালো হবে সবজির ফলন তত  ভালো হবে বীজ যদি ভাল হয় তাহলে ফসলের মান ও পুষ্টিগুণ বৃদ্ধি পায়।

যেসব শাকসবজি চারার মাধ্যমে রোপন করা হয় শাক সবজির চারা গুলোকে বীজ তলায় রোপনের পূর্বে পরীক্ষা করে নিতে হবে। যেসব বীজের অঙ্গুরদ্গম ক্ষমতা বেশি সেই সব বীজতলায় রোপণ করার জন্য উপযুক্ত।

শীতকালীন সবজির তালিকা

শীতকালকে রবি মৌসুম বলা হয়ে থাকে। শীতকালে অনেক সবজি পাওয়া যায়। এবং শীতকালের এই সবজিগুলোর স্বাদ ও পুষ্টিগুণ পর্যাপ্ত পরিমাণে থাকে। তাই শীতকালীন সবজিগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। আর এগুলো যদি নিজে উৎপাদন করা হয় তাহলে এর গুণগত মান সঠিক থাকে। যা আমাদের সুস্থ থাকতে সহায়তা করে।
শীতকালীন-সবজির-তালিকা

তাই শীতকালীন সবজির তালিকা আমাদের সকলেরই জেনে রাখা উচিত। এবং তালিকা অনুযায়ী সবজিগুলো উৎপাদন করলে সঠিক সময়ে সবজি পাওয়া যায়। এবং শীতকাল সবজি চাষের জন্য সবচেয়ে উপযুক্ত একটি সময়। নিচে শীতকালীন সবজির তালিকা দেওয়া হল-
  • ফুলকপি
  • বাঁধাকপি
  • শিম
  • বেগুন
  • ঢেঁড়স
  • টমেটো
  • গাজর
  • মুলা
  • পালং শাক
  • বরবটি
  • ধুন্দল
  • পেঁয়াজপাতা
  • খেসারি শাক
  • বুটের শাক
  • শসা
  • কাকরোল
  • করলা
  • চিচিঙ্গা
  • আলু
  • পুইশাক
  • লাউ
  • মিষ্টি কুমড়া
  • ধনেপাতা

বারোমাসি সবজির তালিকা

বারোমাসি সবজি প্রতিদিনের খাদ্য চাহিদার একটি বড় অংশ। কারণ প্রতিদিন আমাদের কোনো না কোনো সবজি খাওয়ার প্রয়োজন হয়। সবজি আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর বারোমাসি সবজি যেগুলো সব সময় পাওয়া যায়। এগুলো আমাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে। নিচে বারোমাসি সবজির তালিকা দেওয়া হল-
  • পটল
  • বেগুন
  • কাঁচা মরিচ
  • আলু
  • পেঁপে
  • লাল শাক
  • পুইশাক
  • কলমি শাক
  • লাউ
  • পুদিনাপাতা

টবে শীতকালীন সবজি চাষ

যাদের সবজি চাষ করার মতো জমি থাকে না তারা শীতকালে টবে সবজি চাষ করে বেশিরভাগ যারা শহরে বাস করে তারা টবে সবজি চাষ করে এতে করে তারা শীতকালে টাটকা সবজি খেতে পারে। বর্তমানে অনেক উন্নত মানের সবজির বীজ রয়েছে যেগুলো টবে রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়।

এর জন্য শহরের মানুষ টাটকা সবজি খেতে পারে তবে সবজি চাষ করে এছাড়াও অনেক মানুষের সবজি চাষ করার মত জমি থাকে না তারাও টবে সবজি চাষ করে টাটকা সবজির স্বাদ গ্রহণ কর। অনেক মানুষ রয়েছে যারা অনেক শখ করে সবজি চাষ করে বাড়ির ছাদে টবে মধ্যে করে। 

টবে সবজি চাষ করলে পরিশ্রম কম হয় এবং ফলন ভালো পাওয়া যায়।  ভিটামিন খনিজ লবণ এর ঘাটতি পূরণ হয়। সবজি কেনার খরচ কম হয়। ইচ্ছে করলে বাড়ির ছাদে সবজি চাষ করা যাবে টবের মধ্যে।

টবে সবজি চাষের মাটি তৈরি করার নিয়ম

টবে সবজি চাষ করার জন্য টবের মাটিকে জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় কীটনাশক দিতে হবে।তবে সবজি চাষ করার জন্য প্রথমে খেয়াল রাখতে হবে টবের মাটিগুলো যেন ঝুরঝুরা হালকা পানি ধারণ ক্ষমতা এবং উর্বর হয়।

টবের মাটি অবশ্যই দোআঁশ বেলে দোয়াশ হতে হবে। টবের মাটি ঝুরঝুরা করার জন্য প্রয়োজনে চালনা  দিয়ে চেলে নিতে হবে। এর ফলে তবে লাগানো সবজির ভালো ফলন পাওয়া যাবে। 

বীজ বপন

টবে সবজি চাষ করার আগে টবের মধ্যে মাটি ও কীটনাশক দিতে হবে এরপর বীজগুলো ছিটিয়ে দিতে হবে এবার জৈব সার মেশানো মাটিগুলো বিজের ওপর সমানভাবে ছিটিয়ে দিতে হবে এবার হালকা পানি দিতে হবে।

বীজগুলোকে এমন ভাবে ঢেকে দিতে হবে যেন পাখি বীজগুলো না খেয়ে যায়। প্রয়োজনে মশারি বা নেট দিয়ে টবটি আটকে দিতে হবে ।

গাছের পরিচর্যা

টবে সবজি চাষ করলে টবে মধ্যে অনেক আগাছা জমতে পারে তাই নিয়মিত টবের আগাছা গুলো পরিষ্কার করতে হবে। আরো একটি বিষয় খেয়াল রাখা জরুরি তবে মাটি যেন বেশি শুকিয়ে না যায় প্রয়োজনে নিয়মিত পানি দিতে হবে তবে বেশি পানি দেওয়া যাবে না এতে চারা গুলো নষ্ট হয়ে যাবে।

সবজি সংগ্রহ

টবে সবজি চাষ করলে সবজি সংগ্রহ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। তবে লাগানো গাছগুলোতে সবজি আসার ৭ থেকে ৯ দিনের মধ্যে সবজিগুলো সংগ্রহ করতে হবে। সবজি সংগ্রহ করতে বেশি দেরি হলে সবজির পুষ্টিগুণ নষ্ট হবে।

৭ থেকে ৯ দিনের মধ্যে সবজি সংগ্রহ করলে সবজি গাছে কোন ক্ষতি হয় না এবং সবজি বেশি পরিমাণে পাওয়া যায়। তবে সবজি সংগ্রহ করার সময় খেয়াল রাখতে হবে যেন গাছের কোন ক্ষতি না হয়। সবজি সংগ্রহ করার সময় কোনভাবেই গাছ থেকে সবজি ছিড়ে নেওয়া যাবে না প্রয়োজনে কাচি দিয়ে কেটে নিতে হবে। 

টবে যেসব সবজি চাষ করা যায়

টবে সবজি চাষ করা গেলেও সব ধরনের সবজি চাষ করা সম্ভব হয় না যেমন শাক  টবে চাষ করা হয় না এর জন্য প্রয়োজন বেড আকৃতির বীজতলা তবে চাষ করা যায় এমন কিছু সবজি হল-

টবে-সবজি-চাষ

  • ফুলকপি
  • বাঁধাকপি
  • টমেটো
  • ঢেঁড়স
  • আলু
  • বেগুন
  • বরবটি
  • মিষ্টিকুমড়া
  • গাজর
  • মুলা
  • করলা

উপরোক্ত এই ধরনের সবজি টবে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। টবে কম জায়গার মধ্যে এই সবজিগুলো চাষ করা যায় এবং খুব অল্প জায়গাতেই করা যায় বলে ছাদে বেশি জনপ্রিয় এই সকল সবজি চাষ।

শীতকালীন সবজির বিভিন্ন রোগ

শীতকালীন সবজি চাষের একটি বড় সমস্যা হল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। এই সময় গাছের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে ফসলের অনেক ক্ষতি হয়। হলে কৃষক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই শীতকালীন সবজি চাষের পূর্বে কিছু নিয়ম মেনে সবজি চাষ করতে হবে।

সবজি চাষের পূর্বে মাটি ভালোভাবে তৈরি করে নিতে হবে। এবং মাটি তৈরি করার সময় মাটির রোগ জীবাণু ও ব্যাকটেরিয়া ভালো করে শোধন করে নিতে হবে। এবং বীজ ভালো করে রোগ মুক্ত করে নিতে হবে। বীজে রোগ জীবাণু থাকলে গাছে পোকামাকড় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও স্থানীয় কৃষি অধিদপ্তরের সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে হবে।

তাছাড়া সঠিকভাবে গাছের পরিচর্যা ও যত্নের মাধ্যমে গাছকে পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করা সম্ভব। আবার অনেক সময় আবহাওয়ার কারণে সবজির ফলন ভালো পাওয়া যায় না। তাই সকল বিষয় মাথায় রেখে সবজি চাষ করতে হবে।

পরিশেষে

শীতকালীন সবজি চাষে উপযুক্ত সময়ে সবজি চাষ শুরু করতে হবে এবং শীতকালীন সবজির তালিকা অনুযায়ী সবজি চাষ করলে ফলন অধিক পাওয়া যায়। এছাড়াও কৃষকের ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে। শীতকালকে রবি মৌসুমী বলা হয়ে থাকে কারণ এই সময় সকল ধরনের সবজি পাওয়া যায়।

শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময় এবং শীতকালীন সবজির তালিকা ও কিভাবে মাটি তৈরি করতে হবে, ছাদে কিভাবে সবজি চাষ করা যায় সকল বিষয় বিস্তারিত জানতে পারবেন এই আর্টিকেলের মাধ্যমে। আশা করি আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন। তাই নিয়মিত তথ্যমূলক আরো পোস্ট পেতে www.jarinonline.com ওয়েবসাইটটি ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url