OrdinaryITPostAd

ফরসেজ থেকে ইনকাম করার সহজ উপায় ২০২৪

ফরসেজ থেকে ইনকাম করতে চান? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। ফরসেজ কি, ফরসেজ থেকে কিভাবে ইনকাম করা যায় এবং কিভাবে ফরসেজ অ্যাকাউন্ট খুলতে হয় বিস্তারিত জানতে পারবেন আজকের এই আর্টিকেলের মাধ্যমে। পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ফরসেজ-কি

ফরসেজ একটি রেফার ভিত্তিক ইনকাম। আপনার রেফারে যত বেশি অ্যাকাউন্ট খোলা হবে আপনার ইনকাম তত বেশি বাড়তে থাকবে। ফরসেজ তিনটি ম্যাট্রিক্সের মাধ্যমে কাজ করে থাকে। তাই  ফরসেজ  থেকে ইনকাম করার সহজ উপায় জেনে নিন এই আর্টিকেলটি পড়ে। 

ফরসেজ কি

বর্তমানে ফরসেজ ডট আইও একটি জনপ্রিয় ব্লক চেইন ডিসেন্ট এলাইজড সাইট। ফরসেজ এর সাথে যারা সরাসরি যুক্ত রয়েছে তারা দাবি করেন যে ফরসেজ ব্লক চেইন এর আন্ডারে রয়েছে তাই কখনো  ফরসেজ বন্ধ হবে না। আর ফরসেজের মূল ইনকাম হয় রেফারের মাধ্যমে।

ফরসেজের নির্ধারিত অ্যাপস রয়েছে এবং এই অ্যাপসের মাঝখানে স্লট রয়েছে। আর এই স্লট গুলো ইনভেস্টের মাধ্যমে যতগুলো ওপেন করা হবে সেই স্লট থেকে আপনি প্রতিনিয়ত একটি এমাউন্ট আপনার অ্যাকাউন্টে পেতে থাকবেন। তবে সব স্লট থেকে অ্যামাউন্ট পাওয়া যায় না।
ফরসেজ মূলত তিনটি ম্যাট্রিক্সের মাধ্যমে কাজ করে থাকে। নতুন সদস্যরা যোগদান করার সাথে সাথে ম্যাট্রিক্সের স্লট পূরণ হতে থাকে। এবং অন্য নতুন সদস্যদের কে ফরসেজ একটি পরিমাণ এমাউন্ট দিয়ে থাকে। এভাবে একটি চেইন স্ক্যাম প্রক্রিয়ার মাধ্যমে ফরসেজ তার কার্যক্রম পরিচালনা করে থাকে।

যে সদস্য একটি লেভেলের স্লট পেরিয়ে থাকে তাকে সেই লেভেলের নতুন সদস্যরা কমিশন দিয়ে থাকে।
এর সাথে অনেক জোখার রয়েছে। যেমন, নিয়ন্ত্রণের অভাব, ক্রিপ্টর উংশসঞ্চালন, আইনি ঝুঁকি ইত্যাদি। তবে ফরসেজে যোগদান করার পূর্বে অবশ্যই ভালো করে সবকিছু জেনে বুঝে করা উচিত।

ফরসেজ কিভাবে কাজ করে 

ফরসেজে কিভাবে কাজ করে ইনকাম করা যায় তার সহজ উপায় গুলো জানার মাধ্যমে ফরসেজ থেকে ইনকাম করা যায়। ফরসেজ থেকে কিভাবে ইনকাম করা যায় তা হল।

ফরসেজ-কিভাবে-কাজ-করে

স্মার্ট কন্ট্রাক্ট তৈরিঃ ফরসেজে প্ল্যাটফর্মের ভিত্তিতে কিছু ইথেরিয়াম ব্লকচেইন ডিপ্লয় করা স্মার্ট কনট্যাক্ট। এরা আগে থেকে নির্ধারণ করা নিয়ম আর শর্তাবলী মিলে কাজ করে।

রেজিস্ট্রেশন এবং পেমেন্টঃ ফরসেজে কাজ করার জন্য একটি ইথিলিয়াম ওয়ালেট প্রয়োজন হয়। রেফারেলে এ লিংক দিয়ে অথবা ওয়েবসাইট দিয়ে রেজিস্টার করতে হয়। রেজিস্ট্রেশনের পর একবারে ফ্রি দিয়ে ম্যাট্রিক্সের এক বা একাধিক লেভেলে জায়গা কিনতে হয়। 

সিফারিস সিস্টেমঃ ফরসেজে সিফারিস করার মাধ্যমে কমিশন পাওয়া যায়। সিফারিশ করলে যে কোন ব্যক্তি যোগদান করলে তার ইনভেস্টমেন্টের আধারে কমিশন দেওয়া হয়।

ম্যাট্রিক্স স্ট্রাকচারঃ  ফরসেজ এমএলএম ম্যাট্রিক্স মডেল ব্যবহার করা হয় একটি ম্যাট্রিক্সে বিভিন্ন স্লট হয় এবং সেখানে নতুন অংশগ্রহণকারী  

সাইকেলিং এবং আয়ঃ স্লট পূরণ হলেই অংশগ্রহী ম্যাট্রিক্সের নতুন লেভেলে উন্নীত হয়। এবং সেই লেভেল অনুযায়ী সে কমিশন পেতে থাকে। এভাবে আরো স্লট পূরণের ক্ষেত্রে কমিশন বাড়তে থাকে।

ট্রানজেকশনঃ ফরসেজে সকল পেমেন্ট অংশগ্রহীদের মধ্যেই হয়ে থাকে। যখন কেউ উচ্চ লেভেলের অংশগ্রহণের স্লট পূরণ করে। তখন সেই অংশগ্রহণকারীর সকলে পর্যায়ক্রমে পেমেন্ট হয়ে থাকে।

আয়ের সম্ভাবনাঃ ফরসেজে আয়ের সম্ভাবনা নির্ভর করে অংশগ্রহণকারীদের কাজ এবং ডাউনলাইন, সিফারিস ও অংশগ্রহণে পরিমাণের উপর।

ঝুঁকির সম্ভাবনাঃ ফরসেজে নিয়ন্ত্রণের অভাব, ঋণ সঞ্চালন মডেলের স্থায়িত্ব ইত্যাদি বিষয়ে ঝুঁকির  সম্ভাবনা রয়েছে। এ সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

ফরসেজে কাজ করার সুবিধা

ফরসেজে কাজ করার অনেক সুবিধা রয়েছে। ফরসেজ থেকে ইনকাম করার সহজ উপায় গুলো জেনে ফরসেজ থেকে ইনকাম করলে অনেক বেশি সহজ হয়ে যায়। বর্তমানে অনেকেই ফরসেজ থেকে  ইনকাম করে থাকে।

ডিসেন্টালাইজঃ স্মার্ট কন্টাক্ট ভিত্তিক হওয়ায় এবং ইথেরিয়াম ব্লকচেইন এর উপর ভিত্তি করায় এই  প্ল্যাটফর্ম ডিসেন্টালাইজড মাধ্যমে ইনকাম করে যায়। এর ফলে কন্ট্রালাইজড অথরিটির প্রয়োজন হয় না। সব ট্রানজেকশন ব্লকচেইন এর মাধ্যমে দেখা যায়।

প্যাসিভ আয়ের সুযোগঃ ডাউনলাইন অংশগ্রহণকারীদের কাজের ও সিফারিস এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করা যায়। এবং ফরসেজ থেকে সহজেই ইনকাম করা যায়।

পারস্পরিক জবাবদিহিতাঃ ফরসেজে স্মার্ট কনট্রাক্ট এবং ব্লকচেইন এর মাধ্যমে সকলের মধ্যে পারস্পরিক জবাবদিহিতার সুযোগ রয়েছে।

বৈশ্বিক অংশগ্রহণঃ ফরসেজের মাধ্যমে বিশ্বব্যাপী অংশগ্রহণের সুযোগ রয়েছে।

কম বিনিয়োগঃ ফরসেজে কম বিনিয়োগের মাধ্যমে ইনকাম করা যায়। এবং ফরসেজ থেকে ইনকাম করার সহজ উপায় গুলো জানার মাধ্যমে ইনকাম করা যায়।

মধ্যস্থকারি নেইঃ ফরসেজে কোন মধ্যস্থকারী ব্যক্তি না থাকায় এখানে সকলে নিজের সরাসরি ট্রানজেকশন করে নিতে পারে।

ফরসেজে কাজ করার অসুবিধা

ফ পেট কাপড় পরিজনরসেজে কাজ করার বেশ কিছু অসুবিধা রয়েছে। যা ফরসেজে অংশগ্রহণকারীদের অবশ্যই জানা  প্রয়োজন। ফরসেজে কাজ করার অসুবিধা গুলো নিচে দেওয়া হলো।

নিয়ন্ত্রণের অভাবঃ ফরসেজ অনিয়ন্ত্রিত ভাবে কাজ করে। আর্থিক লেনদেনের কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে এখানে বিনিয়োগের ঝুঁকি রয়েছে।

অনিয়ন্ত্রিত বাজারব্যবস্থাঃ ফরসেজে আয়ের সম্ভাবনা নির্ভর করে নতুন সদস্যের এবং বাজার ব্যবস্থার উপর। ক্রিপ্টো বাজার অস্থির থাকায় এখানে আয়ের ঝুঁকি এবং ক্ষতির সম্ভাবনা থাকে।

আইনি ঝুঁকিঃ কিছু এলাকায় ফরসেজকে সমস্যা হিসেবে মনে করে থাকে। ফলে সেসব ক্ষেত্রে আইনি ঝুঁকির সমস্যা হতে পারে।

বের হয়ে আসাঃ ফরসেজে সহজে যুক্ত হতে পারলেও এখান থেকে সহজে বের হয়ে আসা যায় না। কারণ যদি নতুন সদস্য খুঁজে না পাওয়া যায় বা নতুন সদস্য যুক্ত না হয় সে ক্ষেত্রে অনেকেই বের হতে চাইলে বিনিয়োগকৃত মুনাফা পাওয়া যায় না। 

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাঃ ফরসেজে কাজ করার জন্য ব্যক্তিগত তথ্য  ক্রিপ্টো  ওয়ারলেটের  ঠিকানা দিতে হয়। কিন্তু এটির নিয়ন্ত্রণ কম থাকায় গোপনীয়তার ঝুঁকি থাকে।

ফরসেজে এরকম স্মার্ট কন্টাক্ট প্লাটফর্মে বিভিন্ন ঝুঁকির সম্ভাবনা থাকে। তাই ফরসেজে অংশগ্রহণের পূর্বে অংশগ্রহণকারীদের অবশ্যই বিভিন্ন বিষয় বিবেচনা করে অংশগ্রহণ করতে হবে। এইসব প্ল্যাটফর্মে বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই প্ল্যাটফর্মে যতটুকু বিনিয়োগ করার সামর্থ্য রয়েছে সেটুকুই করা উচিত।

ফরসেজ থেকে ইনকাম করার উপায় 

ফরসেজ থেকে ইনকাম করার সহজ উপায় গুলো ভালো করে জেনে তারপর এখান থেকে ইনকাম করা শুরু করতে হবে। এবং ফরসেজে ভালো করে না জেনে কাজ করলে ঝুঁকির সম্ভাবনা থাকে। তাই ফরসেজ  থেকে ইনকাম করার পূর্বে ভালো করে জেনে বুঝে নিতে হবে। ফরসেজ  থেকে ইনকাম করার উপায় নিচে আলোচনা করা হলো।

রেজিস্ট্রেশনঃ ফরসেজে ইথিরিয়াম রেজিস্ট্রেশন এবং ইটিএইচ লাগে। ফরসেজ ওয়েবসাইট থেকে  ব্যবহারকারীর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এছাড়াও রেফারেল লিংক ব্যবহার করে একাউন্ট ক্রিয়েট করা যায়। এবং এখানে ম্যাট্রিক্সের জায়গা কিনতে হবে। প্রতিটি ম্যাট্রিক্সের জায়গা কিনতে হয়। এবং প্রতিটি ম্যাট্রিক্সের জায়গা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

সাইকেলিংঃ ফরসেজ একটি সাইকেলিং এর মত কাজ করে। ম্যাট্রিক্স পূরণ হলেও জায়গা বাড়তে থাকে এবং ফরসেজ থেকে ইনকাম বাড়তে থাকে।

সিফারিসঃ নতুন সদস্যদের সিফারিসের মাধ্যমে জায়গা কিনতে চাইলে ও কমিশন পাওয়া যায়। এবং 
ফরসেজ থেকে ইনকাম করা যায়।

নির্বাহী আয়ঃ ডাউনলাইন যত বেশি সফলভাবে কাজ করে। ফরসেজে নির্বাহী আয় ততো বেশি বাড়তে থাকে। আর ফরসেজ থেকে ইনকামের পরিমাণ বাড়তে থাকে।

পুনর্বিনয়ঃ মেট্রিকসের অগ্রগতির আয় এর বিনিময়ের মাধ্যমে আয় বাড়তে থাকে।

ম্যাট্রিক্স বোনাস ঃ
  • প্রতিটি ম্যাট্রিক্সসে যখন নতুন সদস্য যুক্ত হবে তখন আপনি বোনাস পাবেন।
  • প্রতিটি ম্যাট্রিক্সের জন্য আলাদা আলাদা বোনাস পাবেন।
বাইনারি বোনাসঃ
  • আপনার ডান ও বাম পাশে যত বেশি নতুন সদস্য যুক্ত হতে থাকবে বাইনারি বোনাসে আপনি বোনাস পেতে থাকবেন।
লিডারশিপ বোনাসঃ
  • প্রতিটি ম্যাট্রিক্স এ আপনি যত বেশি সদস্য যুক্ত করতে পারবেন লিডারশিপ বোনাসে আপনার বোনাস তত বেশি বাড়তে থাকবে।

তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে এবং জেনে বুঝে নিজের ঝুঁকি সামলানো অবস্থা বুঝে ফরসেজে যুক্ত হতে হবে। যাতে বিপদের সম্মুখীন না হতে হয়।

ফরসেজে অংশগ্রহণ করতে যা যা প্রয়োজন

বর্তমান সময়ে ফরসেজ থেকে ইনকাম করার অনেক সহজ উপায় রয়েছে তাই যারা হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করতে চায় তাদের অবশ্যই জানতে হবে অংশগ্রহণ করতে কি কি প্রয়োজন। থেকে ইনকাম করার জন্য প্রথমে ফর সেটে অংশগ্রহণ করতে হয় অংশগ্রহণ করার জন্য কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো নিম্নে দেওয়া হল

অংশগ্রহণ ফি
প্রত্যেকটি ম্যাট্রিক্স এ অংশগ্রহণের জন্য তাদের নির্ধারিত কিছু অর্থ প্রদান করতে হয় সেগুলোকে অংশগ্রহণ ফ্রি বলা হয় ঠিক তেমনি ফর্সেজ ইনকাম করার জন্য ফর্সেজে অংশগ্রহণ করতে হলে সেখানেও অংশগ্রহণ সেই হিসেবে কিছু পরিমাণ টাকা দিতে হয়।

ইথেরিয়াম
ফরসেজ থেকে ইনকাম করার জন্য ইথেরিয়াম ব্লক চেইনে কাজ করে।

স্মার্ট কন্ট্রাক্ট সাশ্রয়ী 
ফরসেজের স্মার্ট কন্টাক্ট এর সাথে ইন্তাজাক ত করার জন্য স্মার্ট কনটেস্ট যুক্ত করার জন্য স্মার্ট কন্টাক্ট বা ট্রাস্ট ওয়ালেট প্রয়োজন হয়। 

কম্পিউটার বা স্মার্টফোন
ফরসেজ থেকে ইনকাম করার জন্য প্রথমে প্রয়োজন হয় ইন্টারনেট সংযুক্ত মাধ্যম যা হতে পারে কম্পিউটার বা স্মার্টফোন বা অন্য কিছু যাতে ইন্টারনেট সংযুক্ত আছে এর মাধ্যমে ফর সেট থেকে ইনকাম করা যায়।

 ক্রিপ্টো ওয়ালেট
থেকে ইনকাম করার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ক্রিপ্টো ওয়ালেট যার মাধ্যমে অর্থ পাঠানো যাবে এবং প্রাপ্তি হবে।

ফরসেজে অংশগ্রহণের জন্য ফি

ফরসেজ থেকে ইনকাম করার জন্য প্রথমে ফর পেজে অংশগ্রহণ করতে হয় অংশগ্রহণের জন্য নির্ধারিত কিছু ফি প্রদান করতে হয় কর্তৃপক্ষ কে ফরসেজ  অংশগ্রহণের জন্য কত কি প্রয়োজন তা নিচে দেওয়া হল।
  • ম্যাট্রিক্স 0:0.05 ETH
  • ম্যাট্রিক্স 1:0.01 ETH
  • ম্যাট্রিক্স 2:0.02 ETH
  • ম্যাট্রিক্স 3:0.03 ETH
  • ম্যাট্রিক্স 4:0.08 ETH
  • ম্যাট্রিক্স 5:01.6 ETH
  • ম্যাট্রিক্স 6:03.2 ETH
  • ম্যাট্রিক্স 7:06.4 ETH
  • ম্যাট্রিক্স 8:12.8 ETH
  • ম্যাট্রিক্স 9:25.6 ETH
  • ম্যাট্রিক্স10:51.2 ETH
  • ম্যাট্রিক্স11:102.4 ETH
  • ম্যাট্রিক্স12:204.8 ETH
  • ম্যাট্রিক্স13:409.6 ETH
পর্যায়ক্রমে ফরসেজ থেকে ইনকামের জন্য অংশগ্রহণ ফ্রি দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। আরো উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য অংশগ্রহণ ফি একই হারে বৃদ্ধি পায়।

ফরসেজ নিয়ে সতর্কতা

ফরসেজে ইনকামের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়।ফরসেজ নিয়ে অনেকগুলো সতর্কতা অবলম্বন এর মাধ্যমে কাজগুলো করতে হয় কিছু সতর্কতা অবলম্বন করে ফরসেজ থেকে খুব সহজে ইনকাম করা যায়। যে সর্তকতা গুলো মেনে চলতে হয় সেগুলো দেওয়া হল।
  •  ফরসেজে ইনকামের বড় সমস্যা হচ্ছে প্রতারণার ঝুঁকি। এই সমস্যা কারণে অনেকেই ফরসেজে যুক্ত হতে ভয় পাই। অনেক ক্ষেত্রেই প্রতারণা হয়ে থাকে।
  • নিশ্চিতভাবে কোন উপার্জনের পথ নেই। তাই এই ইনকামকেই অবলম্বন করা যাবে না। অন্য আয়ের পথ বজায় রেখে পাশাপাশি এটা করা যেতে পারে।
  • আবার অভ্যন্তরীণ অনেক কাজকর্ম অজানা হয়ে থাকে বলে। অনেকেই সহজে এই কাজটি করতে পারে না। অন্যের সাহায্য নিতে গিয়ে সমস্যায় পরতে হয়।
  • আবার কিছু দেশে ফরসেজ আইনিভাবে বৈধ হয় না। তাই অনেকেই আইন বিরোধী হওয়ায় এই কাজে যুক্ত হতে পারেনা।
  • ফরসেজে বিনিয়োগ করা অর্থ নাও পাওয়া যেতে পারে। তাই এখানে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই অনেক বিষয় চিন্তা করে অর্থ বিনিয়োগ করতে হবে। যদি অর্থ না পাওয়া যায় তা যেন সামলিয়ে নিতে পারা যায় সেরকম অর্থ বিনিয়োগ করতে হবে।

ফরসেজ কত দিন থাকবে

অনলাইন ভিত্তিক ইনকাম সাইটগুলো টিকে থাকার সম্ভাবনা পরিস্থিতির উপর নির্ভর করে থাকে। কারণ বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে গ্রাহক বিভিন্ন উপায়ে ইনকাম করার চেষ্টা করে থাকে। তাই যে সাইটগুলো থেকে সহজে ইনকাম করা যায় তারা সেগুলোই বুঝে নিতে পছন্দ করে। 
ফরসেজ-কত-দিন-থাকবে

এবং অনেক ক্ষেত্রেই ফরসেজে ইনকাম করার ঝুঁকি থাকে। আবার অনেক অনলাইন ইনকাম সাইট থাকে যেগুলো থেকে ইনকাম করার ঝুঁকি না থাকায় সেগুলো বেছে নেয়। তাই কোনগুলো কতদিন টিকে থাকবে তা বোঝা অনেক বেশি সমস্যা। অনেক অনলাইন ইনকাম সাইট আছে যেগুলো সহজেই ইনকাম করা যায় আবার যদিও থাকে না।

কিন্তু ফরসেজ ইনকাম সাইড গ্রাহকদের সাথে স্ক্যাম করে রেফারির মাধ্যমে ইনকাম করে থাকে। তাই এখানে শুধু গ্রাহকদের বিনিয়োগের টাকা এবং রেফারির মাধ্যমে ইনকাম হয় বলে এই অনলাইন ইনকামে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে।
কারণ যদি কোন কারণে ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে সাইড বন্ধ হয়ে যাবে তাই অনেকেরই টাকা প্রতারণার ঝুঁকি অনেক বেশি থাকে। সে ক্ষেত্রে ফরসেজে ইনকাম করার জন্য অবশ্যই অনেক ভেবে করতে হবে। আর ফরসেজ থেকে ইনকাম করার সহজ উপায় গুলো জেনে নিতে হবে।

পরিশেষে

ফরসেজ একটি স্ক্যাম ভিত্তি গ্রাহক রেফারির স্মার্ট অনলাইন ভিত্তি ইনকাম। যা গ্রাহকের  বিনিয়োগকৃত  অর্থ এবং চেইন ভিত্তিক অনলাইন ইনকাম। এখানে গ্রাহকের পরিমান যত বাড়বে এবং গ্রাহক যত আপনার মাধ্যমে যুক্ত হতে থাকবে আপনার ইনকাম তত বেশি বাড়তে থাকবে। তাই ফরসেজ ভিত্তিক ইনকাম করার পূর্বে অবশ্যই ভেবে চিন্তে বিনিয়োগ করতে হবে।

এবং ফরসেজ থেকে ইনকাম করা সহজ উপায় গুলো জানতে হবে। আজকের আর্টিকেলের মাধ্যমে ফরসেজ থেকে কিভাবে ইনকাম করতে হয় এবং ফরসেজ থেকে ইনকাম করার সহজ উপায়। এছাড়াও ফরসেজে বিনিয়োগ করার ক্ষেত্রে কতটা ঝুঁকি সে বিষয়ে জানানোর চেষ্টা করলাম। আশা করি জেনে বুঝে ফরসেজে বিনিয়োগ করবেন। তাই উপকারমূলক আরো তথ্য পেতে www. jarinonline.com  ওয়েবসাইটে ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url